অর্জনসমূহ
১) উপজেলা নির্দেশিকা হালনাগাদকরণ/ইউনিয়ন ভিত্তিক ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা প্রণয়নের জন্য মৃত্তিকা নমুনা বিশ্লেষণ -১,২২৫ টি ।
২) স্থায়ী গবেষণাগারে কৃষকের মৃত্তিকা ও পানি নমুনা বিশ্লেষণ – ১,০৬৫ টি ।
৩) অন্যান্য কর্মসূচী (গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ জিও ও এনজিও-র কার্যক্রম) মাটি, পানি ও উদ্ভিদ নমুনা বিশ্লেষণ -৫০৫ টি ।
৪) ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকের মৃত্তিকা নমুনা বিশ্লেষণ -৮০০ টি ।
৫) সার সুপারিশ কার্ড প্রস্তুত ও বিতরণ (স্থায়ী গবেষণাগার ও এমএসটিএলসহ) -১,৭৬৫ টি।
৬) ডিএই ও অন্যান্য সংস্থা প্রেরিত সার নমুনা বিশ্লেষণ - ৫০০ টি
৭) মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার এবং সহজ পদ্ধতিতে ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক ও কৃষি কর্মীদের প্রশিক্ষণ - ৪২০ জন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস