এক নজরে
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় গবেষণাগার, খুলনা।
অফিস পরিচিতি
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI), বিভাগীয় গবেষণাগার, খুলনা অফিসটি কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সরকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি কৃষি, মৃত্তিকা ও সার নিয়ে গবেষণায় নিয়োজিত রয়েছে বিধায় প্রতিষ্ঠানটি NARS (National Agricultural Research System) ভুক্ত । খুলনা বিভাগীয় গবেষণাগারের অধীনে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট এই তিনটি জেলা অন্তর্ভুক্ত । এ গবেষণাগার থেকে দেশের বিভিন্ন স্থলবন্দরের (ভোমরা,বেনাপোল,হিলি ইত্যাদি) সমুদ্র বন্দরের( মংলা, পায়রা, চট্রগ্রাম) সন্দেহজনক ভেজাল সার পরীক্ষা করে তার গুণগতমান জানা সম্ভব হচ্ছে । এ গবেষণাগারে অত্যাধুনিক যন্ত্রপাতির (স্প্রেকটোফটোমিটার, এটোমিক অ্যাবজরপশান স্প্রেকটোফটোমিটার, নাইট্রোজেন অ্যানালাইজার ইত্যাদি) মাধ্যমে উদ্ভিদের মূখ্য ও গৌণ পুষ্টি উপাদানসহ মাটি ও পানির খনিজ উপাদান এবং বিভিন্ন ভারি ধাতুর (Heavy Metal) উপস্থিতি ও পরিমান নির্ণয় করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের সীমিত ভূমি ও মৃত্তিকা সম্পদের যুক্তিযুক্ত ও লাভজনক ব্যবহার নিশ্চিতকরণ এবং মৃত্তিকা পরিবেশ সুরক্ষার মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা । ভূমি ও মৃত্তিকা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের জন্য সেবা গ্রহণকারীর উপযোগী নির্দেশিকা, পুস্তিকা ও সহায়িকা প্রণয়নে সহায়তা করা। সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা এবং শস্য উৎপাদন বৃদ্ধির জন্য টেকসই উন্নয়ণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা ।
দপ্তর প্রধানের পদবীঃ
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
কার্যাবলী
টেকসই ও সমৃদ্ধ পরিবেশ গড়ার জন্য মাটির স্বাস্থ্য সুরক্ষার্থে মৃত্তিকা, সার পানি ও উদ্ভিদ নমুনা বিশ্লেষণ করা।
মৃত্তিকার অনুর্বরতা, ফসল ও মৃত্তিকা আর্দ্রতার সম্পর্ক পরীক্ষা, বিভিন্ন মাটিতে উদ্ভিদের খাদ্যোপাদানের পরিমাণের বিভিন্নতা, মৃত্তিকা বিষাক্ততা ইত্যাদি বিষয়ে মৌলিক ও প্রায়োগিক গবেষণার পরিকল্পনা ও তত্ত্বাবধান করা
স্থায়ী গবেষণাগারের মাধ্যমে মাটির নমুনা বিশ্লেষণ ও সার সুপারিশ প্রদান।
ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার পরিচালনায় সহায়তা করা।
কৃষক ও অন্যান্য উপকারভোগীকে মৃত্তিকা, পানি, উদ্ভিদ ও সার বিশ্লেষণ সেবা এবং মৃত্তিকা নমুনা বিশ্লেষণের ফলাফল অনুসারে স্থানভিত্তিক ফসল চাষে সার সুপারিশমালা প্রদান ।
ফসল উৎপাদনে মাটি ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ, ভেজাল সার সনাক্তকরণ ।
ইন্টারনেটে অনলাইন সার সুপারিশ সেবা প্রদান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস